ড: রূপকুমার পন্ডা
অধ্যক্ষ মধ্যমগ্রাম বি.এড. কলেজ

উৎকর্ষতার ক্রমবর্ধমান আঙ্গিনার অনন্য রূপায়ণ মধ্যমগ্রাম বি.এড. কলেজ কর্তৃক প্রকাশিত এই 'প্রবাহ' ই-ম্যাগাজিন। শুধুমাত্র পাঠক্রমিক দিকগুলির গতিশীল পথ নির্দেশনায় বদ্ধপরিকর নয় এই মধ্যমগ্রাম বিএড কলেজ, বরং শিক্ষা, মূল্য, সমাজের সামগ্রিক দিকগুলির তাৎপর্যপূর্ণ পথ অন্বেষণে, মূল্যায়নে, সৃজনশীল চিন্তনে এটি একটি দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান।
শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনাপূর্ণ প্রতিভা প্রদর্শনের জন্য প্রথম প্রকাশিত হলো 'প্রবাহ'। শব্দের আড়ম্বরে বাক্যের অনুপম রূপদানে মস্তিষ্কের উদ্দীপনা কাটাকুটি খেলার সাথে সাথে লেখকের লেখনীতে পাঠকের অনুভূতি প্রকাশের অকল্পনীয় প্রতিভা অবশ্যই অভিনন্দনযোগ্য।
এই প্রতিভাগুলির সৌন্দর্যায়ন গতিপথ নির্ধারণ এবং গতিশীলতার মাত্রা সংবর্ধনে সিদ্ধহস্ত সম্মানীয় শিক্ষকমন্ডলী।
মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, পাঠক, এই পত্রিকার সম্পাদক এবং পত্রিকার সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিত্বকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই, তৎসহ প্রবাহ-র মাধ্যমে নতুন প্রতিভাকে স্বাগত জানাই। নব প্রজন্মের এই সৃজনশীল সৃষ্টিকে দেখা হোক ক্ষমাসুন্দর দৃষ্টিতে।