সম্পাদকীয়,
সুধী পাঠকবৃন্দ,
সৃষ্টির আনন্দে, কলমকে সাথী করে শীতের সকালে হালকা রৌদ্রের পরশ নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের বহু প্রতীক্ষিত ই-ম্যাগাজিন, ” প্রবাহ ” – র হাত ধরে | আমাদের মহাবিদ্যালয়ের প্রথম সংখ্যা, অর্থাৎ প্রথম প্রয়াসে আপনাদের স্বাগতম জানাই |
আমরা সবাই কবি বা সাহিত্যিক নই | কিন্তু একটু – আধটু লেখার অভ্যাস হয়তো সকলেরই আছে | ” প্রবাহ ” -র উদ্দেশ্য হলো এই রকমই কিছু লেখকের লেখা তুলে ধরে তাদের সাথে সমাজের পরিচয় ঘটানো | আর আমাদের এই প্রয়াস কে সার্থক করার প্রচেষ্টায় সামিল আমাদের পাঠকেরা | এর জন্য পাঠক বর্গের কাছে আমি কৃতজ্ঞ |
হাজারো সুখ – দুঃখের মাঝে এই দিনটি আমার কাছে খুবই আনন্দের, কারণ আজ প্রবাহ – র প্রথম প্রকাশ | তবে এই আনন্দের ভাগীদার আমি একা নই | আমার ছোট্ট ” প্রবাহ ” পরিবারের বন্ধুরা যে আমার সাথে অনবরত কাজ করে চলেছে , তার কোনো তুলনা নেই | ” প্রবাহ ” – র প্রাণশক্তি চিহ্নিত রয়েছে আমাদের মহাবিদ্যালয়ের সকল স্নেহের ছাত্র – ছাত্রীদের ও আমার সহকর্মীবৃন্দের সৃষ্টি, সদিচ্ছা ও ভালোবাসায় | আসসো রাখি পাঠকদের শুভেচ্ছা ও ভালোবাসায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সাফল্যমন্ডিত হয়ে উঠবে |
অধ্যাপিকা পর্ণা চন্দ্র সামন্ত
ইন-চার্জ ম্যাগাজিন কমিটি