Abu Bakkar Gazi
M.Ed. (4th Sem)
সকাল পৌনে সাতটায় ঘাটে পৌঁছলাম। গিয়ে শুনলাম সরকারি নির্দেশ অনুসারে ঘাট পারাপার বন্ধ। অগত্যা অন্য রাস্তা। আকাশে নিকষ কালো মেঘের ঘনঘটা ছিল। ভাবলাম টেনে চলে যাব। কিছু দূর আসতেই প্রচন্ড দমকা বাতাস। মানুষ, পশু-পাখি ছুটছে দিক বিদিক। ‘মট’ আওয়াজ কানে এলো। সামনে দেখতে পেলাম বসন্তের মন কারা রক্তি মলালের কৃষ্ণ চূড়া অসহায়ের ন্যায় তাকিয়ে আছে আমার দিকে। যেন বলতে চাইছে যত্ন নাও তোমার আপন পরিবারদের। অন্যথায় বারবার এমন ‘অশনি’ দিয়ে ঠায় দার করিয়ে রাখবো দোকানির আষ্টে মাটির ভিজে গন্ধে।