RUPALI NANDI
(B.Ed. 1ST SEM) 2023 -2025
কাউকে যদি এই প্রশ্নটি করা হয় তাহলে উত্তর হবে যাহাই তোমার বিশ্বাস তাহাই তোমার ধর্ম।আমিও এতকাল তাই শুনে এসেছিলাম জেনে এসেছিলম । আমি গর্ব করে বলতাম আমার ধর্ম হিন্দু । অক্কাহ ধর্ম কে আমিও কখনো চোখে দেখিনি তাহলে কি করে বলছি আমার ধর্ম হিন্দু? কিন্তু ধর্ম কে চোখে না দেখলেও ধর্মের লড়াই কে আমি চোখে দেখেছিলাম একবার। আমার এলাকা থেকে কিছুটা দূরে একটি জনবসতিপূর্ণ অঞ্চলে আমি ধর্মের লড়াইকে খুব কাছ থেকে স্বচক্ষে দেখেছিলাম। দেখেছিলাম কিছু মানুষ নিজেদের হিন্দু বা কিছু মানুষ নিজেদের মুসলিম বলে জহির করছে ।মারপিটকরছে রীতিমতো একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। দেখেছিলাম সেদিন তথাকথিত হিন্দু ,মুসলিম ধর্মের জন্য মানুষের সম্পর্কগুলিকে ছিন্ন হতে । দেখেছিলাম পাশবিক অত্যাচার । সোশাল মিদিয়াটেদেখেছি ধর্মের লড়াই। কিন্তু আবার অন্য একদৃশ্য দেখবার সুযোগ হয়েছিল । গিয়েছিলম একবার এক হসপিটালে । যথারীতি ডাক্তার দেখানোর জন্য লম্বা লাইনে দাড়িয়ে আমি। একজন গুরুতর আহত রুগীকে নিয়ে যাওয়া হচ্ছে ,রক্ত ঝছে তার মাঠ থেকে। দিতে হবে তাকে অনেকটা রক্ত দেখে মনে হচ্ছিল । ডাক্তার ও বাড়ির লোক রক্তের যোগাড় করে আহত রুগীর প্রাণ বাচাল। সেদিন না ধর্মের সংজ্ঞা আমার কাছে বদলে গেল। মনে হল যে রক্তে প্রাণ বাঁচল মানুষের সেই রক্ত তা হিন্দু বা মুসলিম বা বৌদ্ধ এর নয় , কোন একটা মানুষ । মনে হল সেইদিন এটাই হল মানবধর্ম ।হ্যাএটাইআসলমানবধর্মএটা আমার মধ্যেও আছে। সেদিন শপথ করলাম এবার থেকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কোন ধর্মের ?বলব আমার ধর্ম মানবধর্ম .