Debanjali Das
M.ED. 1ST SEM2023-25
পাগলীর দিন রাত মিললনা !
অন্ধগলীর মধ্যে ঢুকে
কাকে চোখ রাঙায়?
হঠাৎ বোঝা গেলো না।
দুঃখ সুখ সব গেছে ঘুচে
দেবে বুঝি নামটা মুছে।
কাল্পনিক সব বন্ধু গুলো,
ঘাটে শুধুই স্মৃতির ধুলো!
কে গেলো কে এলো?
খাতায় নাম লিখিয়ে নিল
পাগলী ভুললো না !
ঋতু যায়, ঋতু আসে —
মন কিনারায় হয়তো ফাঁসে,
জন্ম মৃত্যু –আমৃত্যু এ
পরিধির শেষ নেই!
পাগলী অভুক্ত এক আত্মারুপী
বহুরূপী একজন।