ড: অনুজা মুখার্জী
সহকারী অধ্যাপিকা মধ্যমগ্রাম বিএড কলেজ
জন্ম নেন সুদূর আয়ারল্যান্ডে
সেই ভগিনী নিবেদিতা,
আইরিশ দুহিতা হয়েও ভারতবর্ষের তিনি হিতা
মাতা ছিলেন ইসাবেল, পিতা ছিলেন সেমুয়েল
শিক্ষিত পরিবার গুরুরূপে স্বামীজীর দীক্ষা নিয়ে
কাটাল সকলের মনের আঁধার
আইরিশ মেমসাহেব মার্গারেট এলিজাবেথ নোবেল
সম্পূর্ণাতে হলেন জগতের লোকমাতা
রবিকবির শ্রেষ্ঠ উক্তিটি হৃদয়ে মর্মে গাঁথা
ভারতবর্ষ! স্বদেশ আমার মননে ও চেতনায়
রবীন্দ্র-অরবিন্দের শক্তিতে চিন্তায়
নারী শিক্ষার প্রসারকল্পে অদম্য উদ্যোগে
কলম হল তার প্রতিবাদের ভাষা,
আচার্য শ্রী জগদীশচন্দ্র বোস বিজ্ঞানের সাধক-
বেদান্ত দর্শনের দিলেন তাকে জীবন-যোগ |
তারই স্বনামে প্রতিষ্ঠা হল বালিকা বিদ্যালয়,
নামটি দিলেন স্বয়ং স্বামীজি অমর অক্ষয় |
মা সারদার আদরের খুকি!
বাজায় আর্তসেবার সুরের বীন,
ভয়ংকর প্লেগ মহামারীতে আর্তজনের সেবায়
নিজেকে দিলেন সঁপে বিদেশ থেকে এসে হেতায়
ভাসালেন তিনি জীবন তরণী অনন্ত উজ্জ্বলে
নিজেকে উজাড় করে দিয়ে অমর হলো নাম,
ভারত স্বাধিকা ভগিনী নিবেদিতা
লহ সহস্র কোটি প্রণাম।