ADITI SARKAR D.EL.ED.
PART – I (20242026)
PART – I (20242026)

ইংরাজী আজ আন্তর্জাতিক,
ইংরাজী আমিও পড়ি।
তবু আমি আদ্য বাঙালী,
আমি বাংলায় গর্ব করি।।
ইংরাজী আমিও পড়ি।
তবু আমি আদ্য বাঙালী,
আমি বাংলায় গর্ব করি।।
হোকনা ভাষা মেদিনীপুরের,
বাঁকুড়া কিংবা কোচবিহার।
আমি বাংলায় দেখি স্বপ্ন,
বাংলা গানেই আমার বিহার।।
আমি বাংলার প্রেমে পড়ি
আর বাংলায় ভবিষ্যৎ গড়ি।।
আমি রাইস না, ভাত খাই,
স্যুপের বদলে ঝোল।
গুডমর্নিং-টা বলি সুপ্রভাত,
প্রবলেম-কে গন্ডগোল।।
অমর একুশে বলি বারেবার।
বাংলা ভাষা গর্ব আমার।।
নজরুলগীতি, রবীন্দ্রনাথ-
শ্রবণে মধুর আনন্দ।
তাই বাংলাকে ভালোবাসি
আমি বাংলাতেই গর্ব করি।।