শৈশবের চিলেকোঠা

সুদীপ্তা বক্সী

[এম.এড- ৪র্থ সেমিস্টার]
[রোল নং-১, শিক্ষা বর্ষ: ২০২১-২৩]

সকাল হতে উঠতে আমি হচ্ছি যখন লেট,
মনের মধ্যে চলছে দৌড়, হাজার রকম ডিবেট I

পৌঁছে যখন দেখি আমি সাদা বাড়ি আর গেটটা,
কোনো অংশে কম মনে হয় না ভূতের বাড়ির ঠেক এটা I

কচি কচি ছোট্ট ভূত আমরা যখন ঢুকি,
চৌকিদারের লম্বা লাঠি রক্তচক্ষু দেখি I
বইয়ের বোঝা ঘুমের নেশা করছে পিঠে ব্যথা ।
ম্যাডাম তখন এসে বললেন ‘যাবে নাকো বাঁকা’ ।
সোজা হয়ে দাঁড়িয়ে পড় কর লম্বা লাইন ।
প্রেয়ার এখন শুরু হবে মানতেই হবে আইন ।

প্রেয়ার শেষে ভগ্নবেশে ঢুকি যখন ঘরটায়,
সাদাঘর সাদা-ই আছে কালো দেখি সবটাই I
চৌকোঘর ,চৌকো টেবিল, চৌকো আমার চোখটা
পাঁকিয়ে পাঁকিয়ে দেখতে থাকে ম্যাডামের ওই ফেসটা I

পড়লেন জর উপায় নেই! পাড়ব নাকো পড়া,
দাঁড়িয়েদাঁড়িয়েখিল্লিহবোশাস্তিহবেকড়াI

উপায় নেই পড়ল নজর, হলাম আমি নগ্ন।
কান ধরে বের করল শাস্তি হলো ডাবল,
‘একস্কা সে পার হবে না, দাঁড়িয়ে থাকবে দুটোয়।
পরের ম্যাডাম এসে গেলেও ঢুকতে না দেন মোটে’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top